ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে

টাঙ্গাইল: ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে  যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ।  

মঙ্গলবার দিনগত (১৯ এপ্রিল) রাত থেকেই মহাসড়কটিতে অন্যান্য দিনের তুলনায় অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ করা গেছে।

ফলে মহাসড়কে উত্তরের পথে যানবাহন চলাচল করছে ধীর গতিতে।  

চালকরা জানায়, রাত থেকে অতিরিক্ত যানবানের চাপে বঙ্গবন্ধু সেতু থেকে কালিহাতীর পৌলী সেতু পর্যন্ত ১৭ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ব্যাক্তিগত যানবাহন ও খোলা ট্রাকে করে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে।

পুলিশ জানায়, ঈদের ছুটি শুরু হওয়ায় রাত থেকেই গাড়ির চাপ বেড়েছে। এ যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে মহাসড়কটিতে যাতে যানজটের সৃষ্টি না হয় সেদিকে সার্বক্ষণিক নজর রাখছেন তারা।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।