ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
বেগমগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকের মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসচাপায় শাহ আলম (৩৪) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

 

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শাহ আলম ওই উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের দরবেশপুর গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, সকালে চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকায় ঢাকা হোটেলের সামনে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা দুই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালক শাহ আলম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটন কবলিত অটোরিকশা ও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।