ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: দুর্গতদের পাশে থাকবে পায়রা বন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মে ১২, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: দুর্গতদের পাশে থাকবে পায়রা বন্দর

পটুয়াখালী: পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক বলেছেন, ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় টেকনিক্যাল টিমসহ জাহাজ ও জনবল নিয়ে কাজ করবে বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয় অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন্দর চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই দুর্গম এলাকা বিশেষ করে চরাঞ্চল থেকে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র নিয়ে আসতে হবে। এজন্য বন্দরের নৌ-যানগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী সময়ে উদ্ধার তৎপরতা চালাতেও বন্দরের নৌ-যান, জনবলসহ প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

চেয়ারম্যান বলেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও পরিবেশবান্ধব গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। বন্দরের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ১০ মিটারের বেশি গভীরতার বিদেশি মাদার ভ্যাসেল আসতে পারছে। বন্দরের ৬৫০ মিটার দৈর্ঘ্যের প্রথম টার্মিনালটি চালু হলে এর অপারেশন কার্যক্রম আরও বহুগুণ বাড়বে।

সাংবাদিকদের উদ্দেশে গোলাম সাদেক বলেন, আপনারা দেশে-বিদেশে সব মহলে প্রচার করুন যে, পায়রা বন্দর এখন অপারেশনের জন্য প্রস্তুত। সবাই পায়রা বন্দরকে ব্যবহার করুন এবং পায়রা বন্দর তথা দেশের উন্নয়ন, অগ্রগতিতে অবদান রাখুন।

এসময় পায়রা বন্দরের সদস্য কমোডোর রাজিব ত্রিপুরা, সদস্য (হারবারো ও মেরিন) ক্যাপটেন জাহিদ হোসেন, পরিচালক (প্রশাসন) কাজি ফারুক, পায়রা বন্দরের সচিব সোহরাব হোসেন, উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমানসহ বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, মে ১২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।