ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমেছে বরিশালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমেছে বরিশালে

বরিশাল: টানা কয়েক সপ্তাহর গরমে অতিষ্ট বরিশালবাসীকে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি।

যদিও বৃষ্টির শুরুতে আকস্মিক ঝড়ো হওয়া বয়েছে বরিশাল শহরজুড়ে।

মঙ্গলবার (১৬ মে) রাত ৯টার দিকে এ বৃষ্টিতে বরিশাল নগরের তাপমাত্রাও কিছুটা কমে এসেছে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালের ওপর দিয়ে ওইসময় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এর পূর্বাভাস আগেই দেওয়া ছিল।

ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিলো ৪৮ কিলোমিটার, আর ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাত ৯টায় বৃষ্টির পরে সেটি ২৩.৫ সেলসিয়াছে নেমে এসেছে।

তিনি বলেন, বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম। এ সময়টাতে তাপমাত্রা কমবে আবার বাড়বে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই পর্যবেক্ষক।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় মোখার প্রভাবেও বরিশালে তেমন একটা বৃষ্টিপাত হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।