ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অপরাধ দমনে সোচ্চার ইউএনওর বদলি, প্রত্যাহার চান বীরমুক্তিযোদ্ধারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২৩
অপরাধ দমনে সোচ্চার ইউএনওর বদলি, প্রত্যাহার চান বীরমুক্তিযোদ্ধারা

কুমিল্লা: কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানার বদলির আদেশ প্রত্যাহার চান বীরমুক্তিযোদ্ধারা।  

মঙ্গলবার (২৩ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ইউএনওর বদলির আদেশ প্রত্যাহার চেয়ে মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন।

এ সময় অর্ধশত বীরমুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম বলেন, ইউএনও সোহেল রানা ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর উপজেলার চেহারা পাল্টে গেছে। উপজেলার সিদলাইতে একশ’ বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছিল। খুন হন শতাধিক মানুষ। ইউএনও সোহেল রানা সেই দ্বন্দ্ব নিরসন করেছেন। দুই পক্ষের মধ্যে করে দিয়েছেন শান্তি চুক্তি। এখন আর সংঘর্ষ ও খুন হয় না। জেলার শীর্ষ মাদক জোন ছিল ব্রাহ্মণপাড়া। তার তৎপরতায় মাদকের ভয়াবহতা কমে গেছে। মাত্র ১৭ মাস কর্মসময়ে ইউএনও সোহেল রানা উপজেলার স্কুল কলেজে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছেন। এই মানুষটা যদি এখন চলে যায় আমরা খুব ক্ষতিগ্রস্ত হব। আমরা চাই আরও কিছুদিন তিনি আমাদের মাঝে থাকুক।
 
বীরমুক্তিযোদ্ধা নোয়াব মিয়া বলেন, তাকে (ইউএনও) কেন এত তাড়াতাড়ি বদলি করল বুঝি না। তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করছে বলেই উনাকে ব্রাহ্মণপাড়া থেকে বদলি করা হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রয়োজনে বিভাগীয় কমিশনারের কাছে যাবো। আমরা এই বদলির আদেশ প্রত্যাহার চাই।  

সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা উসমান গনি বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছেন ইউএনও সোহেল রানা সেভাবেই আমাদের উপজেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তার এত সুন্দর কর্মপরিকল্পনা বাস্তবায়নের আগেই বদলির আদেশটা আমাদের মন ভেঙে দিয়েছে।  

এদিকে স্মারকলিপি গ্রহণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, সোহেল রানা ইউএনও হিসেবে বেশ ভালো করেছে। তার অনেক সুনাম আছে। তার বদলি যেন প্রত্যাহার করা হয় সে জন্য ব্রাহ্মণপাড়া উপজেলার মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমরা বিষয়টি বিভাগীয় কমিশনার স্যারকে জানাব। কারণ বদলি বিষয়টি বিভাগীয় অফিস থেকে হয়।  

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।