ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবগঙ্গা নদীতে ডুব দিয়ে আর ওঠেনি যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
নবগঙ্গা নদীতে ডুব দিয়ে আর ওঠেনি যুবক ছবি: সংগৃহীত

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আশিকুর রহমান খান (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শনিবার (২৭ মে) দুপুরে মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

আশিকুর নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন গ্রামের আছির খানের ছেলে।

স্থানীয়রা জানায়, আশিক, অভিসহ এলাকার কয়েকজন যুবক একসঙ্গে গোসল করতে নামে। গোসল শেষে অভি উপরে চলে আসে। একে একে সবাই উপরে উঠে আসলেও আশিক পানিতে ডুব দিয়ে আর ওঠেনি। পরবর্তীতে স্থানীয়দের জানালে খোঁজাখুঁজি শুরু করে তারা।

খোঁজাখুঁজি করে না পেয়ে একপর্যায়ে বড়দিয়া নৌ-পুলিশকে জানানো হলে তারা কালিয়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

আশিকের বাবা আছির খান বলেন, আমার ছেলের কোনো শত্রু নেই। আমাদের কোনো অভিযোগও নেই।

লাশ উদ্ধারের আকুতি জানিয়ে তিনি বলেন, কেউ আমার ছেলেকে পেলে যেন কাটা-ছেঁড়া না করে আমাকে ফেরত দেয়।

বড়দিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাংলানিউজকে বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। ফায়ার সার্ভিসও চলে এসেছে। উদ্ধারের তৎপরতা অব্যাহত রয়েছে। খুলনা ডুবুরি দলকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে পুরোদমে উদ্ধার কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।