ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মৎস্য অভিযানে গিয়ে মিললো হরিণের মাংস!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ১১, ২০২৩
মৎস্য অভিযানে গিয়ে মিললো হরিণের মাংস!

পাথরঘাটা (বরগুনা): চলছে ৬৫ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞার নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ জুন) দিবাগত গভীর রাতে অভিযানে যায় নৌ পুলিশের একটি দল।

এ সময় মাছের বিপরীতে মিললো হরিণের মাংস!

শনিবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন জাহাঙ্গীরের কয়লা কারখানার পাশ থেকে ওই মাংস জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি নৌ পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বলেশ্বর নদের পাড়ে অবস্থান নিই। কিছুক্ষণ পর পার্শ্ববর্তী একটি কয়লা কারখানার ঘাটে ট্রলার থেকে বস্তাভর্তি কিছু একটা নামানোর শব্দ পাই। আমরা দ্রুত ওই ট্রলারের কাছে গেলে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ৪টি বস্তায় চার মণ হরিণের মাংস জব্দ করা হয়।

জব্দকৃত মাংস আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং ট্রলারটি নিলামের বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জুন ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।