ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামের মেয়াদ ফের বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলামের মেয়াদ ফের বেড়েছে

ঢাকা: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। অবসরপ্রাপ্ত এই প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়িয়ে সোমবার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই পুনঃচুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।