ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় একব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় একব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এস এম মামুন (৫০) একব্যক্তি নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত এস এম মামুন মাদারীপুরের শিবপুর থানার বহেরাতলা এলাকার নাছির উদ্দিন মোল্লার ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার উত্তর মৌচাক এলাকায় বাসা ভাড়া নিয়ে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আহসান নিট কম্পোজিট লিমিটেড কারখানায় চাকরি করতেন মামুন। এদিন সকালে তিনি কর্মস্থলে যাচ্ছিলেন। এক পর্যায়ে মৌচাক মাজার রোডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৌঁছালে ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।  

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
আরএস/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।