ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ মিলেছে, নিখোঁজ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
চরফ্যাশনে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ মিলেছে, নিখোঁজ ২

ভোলা: ভোলার চরফ্যাশনে মেঘনায় ট্রলারডুবির তিন দিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে মেঘনার চর নিজাম সংলগ্ন তিনচর পয়েন্ট থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করেন জেলেরা।

নিহতরা হলেন- হারুন, শরীফ, ছাত্তার, নুর ইসলাম ও ফজলে করিম। তাদের বাড়ি উপজেলার চরমাদ্রাজ গ্রামে।

ট্রলারডুবির ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও দুই জেলে। তাদের মধ্যে ট্রলারের মাঝি মিজান ও অপর এক জেলে রয়েছেন।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৭ জুন চরফ্যাশনের সামরাজ ঘাট থেকে ১৩ জেলে নিয়ে মাছ শিকারে যান জেলেরা।
ওইদিন ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় ছয় জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন সাতজন।

শুক্রবার দুপুরে মাছ ধরতে গিয়ে জেলেদের মরদেহ ভাসতে দেখেন অন্যান্য জেলেরা। পরে চারজনের মরদেহ উদ্ধার করেন তারা। তবে ট্রলারডুবির ঘটনায় এখনও দুইজন নিখোঁজ আছেন।

ডুবে যাওয়া ট্রলারটি সামরাজ ঘাটের জয়নাল মিয়ার বলে নিশ্চিত হওয়া গেছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, নিহত জেলেদের প্রত্যেকের পরিবারকে ৫০ হাজার করে টাকা দেওয়া হবে। এছাড়া নিখোঁজ জেলেদেন উদ্ধারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯১২ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।