ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
শরণখোলায় গাছচাপায় প্রবাসীর মৃত্যু  প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের শরণখোলায় গাছচাপায় কাতার প্রবাসী জাফর হাওলাদারের (৪৫) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত জাফর ওই উপজেলার কদমতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি কাতার থেকে তিনমাস আগে বাড়িতে বেড়াতে এসেছিলেন।  

স্থানীয়রা জানান, দুপুরে জাফর পাশের বাড়ির একটি চাম্বল গাছ কেটে দিতে যান। গাছ কাটার শেষ পর্যায়ে দড়ি দিয়ে টান দিলে মুহূর্তেই তিনি গাছটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইশরাত জাহান বলেন, নিহত ব্যক্তির মাথায় গুরুতর আঘাতে মগজ বের হয়ে যাওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ