ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
চৌদ্দগ্রামে ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে ঘুমন্ত মা ও ছেলেকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পাঁচোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাঁচোড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী নিপা আক্তার (২৬), তার ছেলে আলী হাসান মুজাহিদ (৮)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এ কর্মকর্তা জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই-ভাতিজাদের দ্বন্দ্ব ছিল। এ নিয়ে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। এরই জেরে মঙ্গলবার গভীর রাতে আনোয়ার হোসেনের ভাতিজা ঘুমন্ত নিপা ও মুজাহিদকে ঘরে থাকা লাকড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত শুরু করে। অতিরিক্ত আঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, ঘটনা শুনে ভোরে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে হত্যাকারীর নাম এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।