ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কাঁচা মরিচ বিক্রেতাসহ পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
বগুড়ায় কাঁচা মরিচ বিক্রেতাসহ পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়া: বগুড়ায় বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করায় ও কেনার ভাউচার সংরক্ষণ না করায় পাঁচ ব্যবসায়ীকে সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বৃহস্পতিবার (০৬ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার রাজাবাজার ও রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, দুপুরে বাজার তদারকির অংশ হিসেবে সদরের রাজাবাজার ও রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় বেশি দামে পণ্য বিক্রি করায় রাজাবাজারে একজনকে এবং রেলগেটের দুই কাঁচা মরিচ ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা না রাখায় রাজাবাজারের দুই মসলা ব্যবসায়ীকে সাড়ে তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানে সব ব্যবসায়ীকে অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকতে ও পণ্য কেনার ভাউচার সংরক্ষণ করতে বলা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।