ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে ট্রেইনি ডাক্তারদের ফের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
শহীদ মিনারে ট্রেইনি ডাক্তারদের ফের অবস্থান কর্মসূচি

ঢাকা: বিএসএমএমইউ ও বিসিপিএস এর অধিভুক্ত পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা বৃদ্ধির দাবিতে ফের শহীদ মিনারে অবস্থান নিয়েছে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশন।

শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ঢাকা মেডিকেলের সামনে থেকে র‌্যালিসহকারে এসে শহীদ মিনারে এ কর্মসূচি শুরু করে।

সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ডা. হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের দাবি একটাই ভাতা বৃদ্ধিকরণ। আমাদের কর্মবিরতির কর্মসূচি চলমান আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথা ছিল। সেটি না হওয়ায় আমরা আবারও কর্মসূচি দিয়েছি। আগামীকাল শাহবাগে অবস্থান করবো।

উল্লেখ্য, গত ৯ জুলাই তারা একই দাবিতে গণঅনশন ও অবস্থান কর্মসূচী পালন করে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসকেবি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।