ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরকলে নৌকা ডুবে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
বরকলে নৌকা ডুবে যুবক নিখোঁজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে সুমেন চাকমা (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।  

সোমবার (০৭ আগস্ট) সকালে বরকল উপজেলার সুবলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় দুই যুবক নৌকা পারাপার করার সময় হ্রদের প্রবল ঢেউয়ে নৌকাটি উল্টে যায়। এসময় এক যুবক সাঁতরে পাড়ে উঠতে পারলেও সুমেন চাকমা হ্রদের পানিতে ডুবে যায়।  

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ যুবককে উদ্ধার করতে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি দল রওনা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।