ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
বগুড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

বগুড়া: বগুড়ার আদমদিঘি উপজেলায় পারিবারিক কলহের জের ধরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে আজিজার রহমান মণ্ডল (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ আগস্ট) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজিজার বগুড়া আদমদিঘি উপজেলার সান্দিড়া ব্যাপারীপাড়ার আক্কাছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সান্দিড়া গ্রামের আজিজার ও ফরিদ উদ্দিনের মধ্যে র্দীঘদিন ধরে পারিবারিক কলহ নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে আজিজার ও ফরিদের পরিবারের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আজিজার ও তার স্ত্রী আজিরনসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আজিজারকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে আজিজার মারা যান।

আজিজারের স্ত্রী আজিরন জানান, প্রতিপক্ষরা ইচ্ছাকৃতভাবে তাদের সঙ্গে বিরোধ সৃষ্টি করে তার স্বামীকে মারধর করে মেরে ফেলেন।

আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২৩
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।