ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
মানিকগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ আটক ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকা থেকে ইয়াবা ও হেরোইনসহ ইসমাইল হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালের দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

আটক ইসমাইল হোসেন মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার মৃত পিয়ার আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, পুলিশ সুপার গোলাম আজাদ খানের নির্দেশনায় ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালামের তত্ত্বাবধানে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। শহরের পৌর এলাকার পূর্ব দাশড়ার রমজান আলী সড়কের অরুপ কুমারের তিন তলা বিল্ডিংয়ের সামনের কাঁচা রাস্তা থেকে ইসমাইল হোসেনকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। জব্দ হওয়া মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য দুই লাখ চার হাজার পাঁচশত টাকা। আটক আসামির নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলাও দায়েরের প্রস্তুতি চলমান আছে সদর থানায়।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা,আগস্ট ১০, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।