ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকের ধাক্কায় ২ ইজিবাইক আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
যশোরে ট্রাকের ধাক্কায় ২ ইজিবাইক আরোহী নিহত

যশোর: যশোর-খুলনা মহাসড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় দুই ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন আরোহী।

রোববার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে যশোর-খুলনা মহাসড়কের চেঙ্গুটিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত দুই জন ষাটোর্ধ্ব বয়সী।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক নওয়াপাড়ার দিকে যাচ্ছিল, এসময় বিপরীত দিক থেকে যশোরগামী বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো ট ২২-৫৮১৯) ইজিবাইককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়াও ইজিবাইকের পাঁচ আরোহী গুরুতর আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঘাতক ট্রাকটি জব্দ ও ট্রাকের হেলপার (চালকের সহকারী) নয়নকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।