ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হেরোইন বহন করায় বিক্রেতার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
সিরাজগঞ্জে হেরোইন বহন করায় বিক্রেতার যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৯০ গ্রাম হেরোইন রাখার দায়ে মামুন শেখ নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মামুন সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর ২ নম্বর গলির মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

ওই আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৭ মে গোপন তথ্যের ভিত্তিত মাহমুদপুর যুগ্নতর সংসদ ক্লাব এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মামুন শেখকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে পলিথিনের দুইটি প্যাকেটে ৫০ ও ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানিতে ১০ জন সাক্ষী উপস্থাপন করেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন এবং আসামি মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।