ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক আইনজীবী মারা গেছেন।  

রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইনে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।  

নিহত আইনজীবী ইকবাল হোসেন টঙ্গী পূর্ব দক্ষিণ আরিচপুরে বাড়ি আলী আকবরের ছেলে। ঢাকায় ধানমন্ডি ১০/এ  রোডের ২৩১ নম্বর বাসায় থাকতেন তিনি।  

বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, গতরাতে খিলক্ষেত রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় শনাক্ত হয়।  

এসআই আরও জানান, কেন ওই আইনজীবী খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনেরা জানাতে পারেননি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩ 
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।