ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
মতিঝিল সেনা কল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেনা কল্যাণ ভবনের অষ্টম তলায় প্রাইম টেক্সটাইল কর্পোরেট অফিসে প্রিন্টার মেশিনে ও কিছু কাগজপত্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নির্বাপন করা হয়।

এর আগে রাত ৮টা ৫৫ মিনিটে মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলার আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

** মতিঝিল সেনা কল্যাণ ভবনের ৮ তলায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।