ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আইনজীবী ছাড়াই বিনা খরচে জামিন পেলেন এক ব্যক্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
মেহেরপুরে আইনজীবী ছাড়াই বিনা খরচে জামিন পেলেন এক ব্যক্তি

মেহেরপুর: আইনজীবী নিয়োগ করা ছাড়াই নিজের মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে জামিন পেলেন শিমুল আহমেদ নামে এক ব্যক্তি।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ এ আদেশ দেন।

আদালত তাকে নিজ জিম্মায় মামলার পরবর্তী তারিখে আদালতে উপস্থিত হওয়ার শর্তে জামিনে মুক্তি দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক মোছা. রোজিফা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ১১ নভেম্বর, ২০২২ জি,আর ২৭৯/২২ নম্বর মামলা দায়ের করেন। অজ্ঞাতনামা আসামিরা তার ভাইয়ের বাসা থেকে গহনা ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করেছে মর্মে এজাহারে উল্লেখ করা হয়। সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকেসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়।

পরে সব আসামি বিভিন্ন মেয়াদে জেলে থাকার পর জামিনে মুক্তি লাভ করলেও মামলার ধার্য তারিখে অনুপস্থিত থাকায় আসামি শিমুল আহমেদের বিরুদ্ধে পুনরায় প্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করলেও আইনজীবী নিয়োগ করার মতো কেউ না থাকায় পুনরায় প্রায় দেড় মাস তিনি জেলহাজতে ছিলেন।

মামলাটি শুনানির জন্য ডাকা হলে আসামি তার কোনো আইনজীবী নেই এবং আইনজীবী নিয়োগ করার মতো কেউ নেই উল্লেখ করেন। আদালত তখন তাকে নিজেই তার বক্তব্য উপস্থাপনের জন্য বলেন।

এসময় অভিযুক্ত নিজেই শুনানি করেন এবং আইনজীবী নিয়োগ করার মতো তার পরিবারে কেউ নেই বলে জানিয়ে নিজেই মৌখিকভাবে জামিনের প্রার্থনা করেন। দুই মেয়াদে তিনি প্রায় ৩ মাস হাজতে আছেন বলেও উল্লেখ করেন। পরে দীর্ঘ হাজতবাস এবং মামলার গুনাগুন বিবেচনায় আদালত তাকে নিজ জিম্মায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করে মুক্তির আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।