ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া মুক্ত থেকে চিকিৎসা নিতে পারছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
‘প্রধানমন্ত্রীর দয়ায় খালেদা জিয়া মুক্ত থেকে চিকিৎসা নিতে পারছেন’

ব্রাহ্মণবাড়িয়া: আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় খালেদা জিয়া কারাদণ্ডে দণ্ডিত হয়েও মুক্ত থেকে চিকিৎসা নিতে পারছেন।  

তবে বিদেশে চিকিৎসার বিষয়ে মন্ত্রী বলেন, তাদের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদন করা হয়নি।

আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে মতামত চাইতে পারে। পরে বিষয়টি দেখা যাবে এখন কিছু বলা যাবে না।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এছাড়াও বিএনপির পক্ষ থেকে হরতাল অবরোধের যে হুমকি দেওয়া হচ্ছে সে বিষয়ে মন্ত্রী বলেন, তারা আইন ভঙ্গ করলে আইন তার নিজস্ব গতিতে চলবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।