ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ 

উপজেলা করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
বিষখালী নদীতে মিলল নিখোঁজ জেলের মরদেহ  প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ট্রলার থেকে সিটকে পড়ে নিখোঁজ মো. আউয়াল (২৮) নামে জেলের মরদেহ পাওয়া গেছে।  

রোববার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষখালী ও বলেশ্বর নদের মোহনা সংলগ্ন লালদিয়ার চর থেকে উদ্ধার করে কোস্টগার্ড।

 

এর আগে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ওই নদীর লালদিয়া চর থেকে দক্ষিণে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।  

আউয়াল পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আব্দুল হামিদ হাওলাদারের ছেলে।  

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার ফিরোজুজ্জামান বলেন, শনিবার জেলে আউয়াল নিখোঁজ হওয়ার পর থেকেই অনুসন্ধান অব্যাহত ছিল। রোববার তার মরদেহ পাওয়া যায়।  

জানা গেছে, গতকাল শনিবার উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের ইউনুস মিয়ার নাম বিহীন একটি ট্রলারে আউয়াল, মো. জাহাঙ্গীর মাঝি, মো. শাকিল ও মো. রনি মাছ ধরছিলেন। সে সময় বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে যান আউয়াল। আর বাকি তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন। কয়েকঘণ্টা পর জ্ঞান ফিরলে তারা আউয়ালকে খোঁজাখুঁজি করেও পাননি।  

** বিষখালী নদীতে জেলে‌ নিখোঁজ

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।