ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, অক্টোবর ৯, ২০২৩
হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরিশাল: হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।

সোমবার (০৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

গ্রেপ্তার সেন্টু গৌরনদীর রামনগর গ্রামের সুলতান শরীফের ছেলে।

ওসি আফজাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিত্বে রোববার (০৮ অক্টোবর) দিনগত রাতে ঢাকায় অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম মিয়া। পরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালতের বিচারক সেন্টু শরীফকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।