ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফার্নিচারের দোকানে মিলল দোনলা বন্ধুকের বাট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
ফার্নিচারের দোকানে মিলল দোনলা বন্ধুকের বাট

বরিশাল: বরিশালের গৌরনদীতে এক ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে বন্ধুকের একটি বাট উদ্ধার করেছে পুলিশ।

এসময় ফার্নিচার দোকান মালিক ও কাঠমিস্ত্রি মো. নুরুল হক (৪৫) কে আটক করা হয়।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোররাতে গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাঁকোকাঠি রিকশাস্ট্যান্ডের পাশে নুরুল হক মোল্লার ফার্নিচারের দোকানে এ অভিযান চালানো হয়।

গৌরনদীর সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফোরকান হোসেন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহিষা গ্রামের বাসিন্দা ও সাঁকোকাঠী এলাকার ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে দোনালা বন্দুকের বাটসহ নুরুল হককে আটক করা হয়। দোনলা বন্দুকের বাটটি কীভাবে কার কাছ থেকে এ দোকানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আটক দোকানমালিককে জিজ্ঞাবাসাদ চলছে, পাশাপাশি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এদিকে বাটটি মেরামতের জন্য এ ফার্নিচারের দোকানে আনা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। যদিও উদ্ধার হওয়া বাটের অস্ত্রটি বৈধ না অবৈধ সে বিষয়টিই এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।