ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১২ জেলের কারাদণ্ড

ভোলা: ভোলার চরফ্যাশনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বয়স কম থাকায় ছয় জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানকালে দুটি নৌকাসহ ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।  

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর পর্যন্ত চরফ্যাশন ও বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ নিয়ে জেলায় ৭৭টি অভিযানে ৪৬ জেলে আটকসহ প্রায় ২৪ লাখ ১৫ হাজার টাকা মূল্যের জাল ও নয়টি ট্রলার জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ