ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভোরে যানবাহন কম থাকলেও সকালে বেড়েছে

সিনিয়র  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২১, অক্টোবর ২৯, ২০২৩
ভোরে যানবাহন কম থাকলেও সকালে বেড়েছে ছবিটি রাজধানীর মগবাজার এলাকা থেকে তোলা

ঢাকা: বিএনপির ডাকা হরতালে নগরীতে রোববার (২৯ অক্টোবর) ভোরে যানবাহন কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে যানবাহন বেড়েছে।

তবে রাস্তায় তুলনামূলকভাবে বাস ও প্রাইভেট কার কম দেখা গেছে।

এদি সকালে রাজধানীর মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় বাস, প্রাইভেট কার তুলনামূলক ভাবে কম। তবে রিকশা, সিএনজি চলাচল স্বাভাবিক।  অফিসগামী লোকদের রিকশা, সিএনজি, বাসে যেতে দেখা গেছে। কেউ কেউ অবশ্য পায়েও হেঁটে নিজ নিজ গন্তব্যে  যাচ্ছেন।

মগবাজার মোড়ে পুলিশকে টহল দিতে দেখা গেছে। তবে কোনো রাজনৈতিক দলকে পিকেটিং করতে দেখা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাটও খুলেছে। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের স্কুলে যেতে দেখা গেছে। তবে অন্যান্য দিনের তুলনায় রাস্তায় লোকজন  এখনো কম।

রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কম থাকায় লঞ্চ ছেড়েছে কম।

বাংলাদেশ সময় : ০৯.০০ ঘণ্টা,  অক্টোবর ২৯, ২০২৩,
টিআর/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।