ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়ক বিভাজকে ১৬শ রাউন্ড গুলিসদৃশ বস্তু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
সড়ক বিভাজকে ১৬শ রাউন্ড গুলিসদৃশ বস্তু

ঢাকা: রাজধানীর শাহ আলী থানা এলাকায় সড়ক বিভাজক থেকে এক হাজার ৬০০ রাউন্ড গুলিসদৃশ ধাতব বস্তু উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (৮ নভেম্বর) সকালে চিড়িয়াখানা সড়কের বিভাজকে পড়ে থাকা কাগজের প্যাকেট থেকে পরিত্যক্ত এসব ধাতব বস্তু উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, শাহ আলী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৬০০ রাউন্ড গুলিসদৃশ ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ব্ল্যাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত গুলি বিশেষ, যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব নয়।

সহকারী কমিশনার বলেন, উদ্ধার গুলিসদৃশ ধাতব বস্তুগুলো দেখতে সোনালী রঙের। সম্মুখভাগ লাল রঙের। প্রতিটি দৈর্ঘ্যে আনুমানিক শূন্য দশমিক ৫০ ইঞ্চি। এর গায়ে মুদ্রিত বা খোদাইকৃত কিছু দেখা যায়নি।

গুলিসদৃশ এসব ধাতব বস্তুর পরিচয় জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সহকারী কমিশনার।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।