ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ ভারতগামী যাত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনে দুটি সোনার বারসহ শাইন মাতবর নামে ভারতগামী এক যাত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে সোনামসজিদ ইমিগ্রেশন সেন্টার থেকে ভারতে ঢোকার সময় জিরো পয়েন্টে বিজিবি শাইনের দেহ তল্লাশি করে দুটি সোনার বার পাওয়ায় তাকে আটক করে।

 

আটক শাইন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি কুতিয়ার চর মাতবর বাড়ির রাফ মাতবরের ছেলে।

৫৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে শাইন ইমিগ্রেশন শেষ করে ভারতে ঢুকছিলেন। এসময় সোনামসজিদ জিরো পয়েন্টে বিজিবি তার দেহ তল্লাশি করে দুটি সোনার বার পায়।  
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দিয়ে সন্ধ্যায় আটক শাইনকে শিবগঞ্জ থানায় পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।