ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘিওরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
ঘিওরে বিদ্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের পাশের বারান্দায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বালিয়াকুরা ইউনিয়নের ১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক বা ভয় দেখানোর জন্যই এই অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।  

১৫ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী খান বলেন, ভোরে বিদ্যালয়ের নাইটগার্ড মাসুম মিয়া ধোঁয়া দেখে এগিয়ে গিয়ে দেখেন অফিস কক্ষের পাশে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার, চিত্রাঙ্কন ফেস্টুন পুড়ে গেছে এবং বিদ্যালয়ে কালো ধোয়ার আস্তরণ পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।