ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ভৈরবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দ্বীন ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দ্বীন ইসলাম ভৈরব উপজেলার ভৈরবপুর-উত্তরপাড়া এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পাঁচমাস ধরে পলাতক ছিলেন দ্বীন ইসলাম। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলা

সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভৈরব থানায়
নিয়ে আসা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দ্বীন ইসলামকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।