ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি হচ্ছিল মাংস হিসেবে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
গরুর চর্বিতে রং মিশিয়ে বিক্রি হচ্ছিল মাংস হিসেবে!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গরুর মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে শহরের মিরপুর ওয়াপদা ও সদর উপজেলার কড্ডার মোড় নামক স্থানে মাংসের দোকানে অভিযান চালান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ ।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর ওয়াপদা এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।  

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, উল্লিখিত দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহকদের প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।