ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

মাদারীপুর ও শরীয়তপুর: পদ্মা সেতুতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় একটি বাসের হেলপার ও এক যাত্রী আহত হয়েছেন।

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে পদ্মা সেতুর দশ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪ টার দিকে দক্ষিণাঞ্চলগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেতুতে কাজ চলমান থাকায় এক লেনে গাড়ি চলছিল তখন। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পদ্মা উত্তর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সেতুর ওপর সড়ক ডিভাইডার দিয়ে কাজ চলমান থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।