ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে নতুন ইউএনও আব্দুল্লাহ আল-মামুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
শিবচরে নতুন ইউএনও আব্দুল্লাহ আল-মামুন

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল-মামুন।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নতুন কর্মস্থলে তিনি যোগ দেন।

 

জানা গেছে, সন্ধ্যায় নবাগত ইউএনও যোগ দেওয়ার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ উপজেলার সব কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  

আব্দুল্লাহ আল-মামুন শিবচর ইউএনও হিসেবে যোগ দেওয়ার আগে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রায় দেড় বছর।

নবনিযুক্ত ইউএনও আব্দুল্লাহ আল-মামুন বলেন, বৃহস্পতিবার শিবচর ইউএনও হিসেবে যোগ দিয়েছি। এর আগে শরিয়তপুরের ভেদরগঞ্জ ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।