ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আশুলিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

ঢাকা: ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকা থেকে ২৫১ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন- মো. সাইফুল ইসলাম সুমন (৩৪), মহিরউদ্দিন (২৪), শিউলি বেগম (২৫) ও ইতি বেগম (২৫)।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ২৫১ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা বেশ কিছুদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলো।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।