ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪১, ডিসেম্বর ২০, ২০২৩
ডোমারে ট্রাকচাপায় দুই বাইক আরোহী নিহত  

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলের দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার মো. বাকিবুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর (৩৬) ও একই উপজেলার ঢাংগীর হাট এলাকার আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর ওরফে ডিপজল।

এলাকাবাসী জানায়, বিকেল ৪টার দিকে মোটরসাইকেলে করে  দেবীগঞ্জ থেকে ডেমারের দিকে যাচ্ছিলেন দুই যুবক এবং বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রাক। পথে ডোমার সদর ইউনিয়ন পরিষদের সামনে মোটরসাইকেলটিকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জাহাঙ্গীর ওরফে ডিপজলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়িদ চৌধুরী দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চালককে আটক করা সম্ভব না হলেও ট্রাকটি থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।