ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:১৪ পিএম, ডিসেম্বর ২৪, ২০২৩
পঞ্চগড়ে হেরোইনসহ ২ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার দু’জনকে রোববার (২৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার পৌর এলাকার থানাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- একই উপজেলার থানাপাড়া এলাকার মৃত নবির উদ্দিনের ছেলে ফিরোজ মাহমুদ ওরফে মোবাইল বাবু (৩১) ও ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার মুন্সিপাড়া গ্রামের বিপ্লব সরকারের ছেলে লাবিব ইসলাম (২৪)।  

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে থানাপাড়া থেকে ২ গ্রাম হেরোইনসহ ওই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এসআরএস

বাংলাদেশ সময়: ৮:১৪ পিএম, ডিসেম্বর ২৪, ২০২৩
Saidur
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।