ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন, থানায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
কারাগারের দেয়াল টপকে আসামির পলায়ন, থানায় মামলা

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারের দেয়াল টপকে নাজমুল ইসলাম (২৭) নামে এক আসামি পলায়নের ঘটনায় থানায় মামলা দায়ে করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গাইবান্ধা কারাগারের জেলার মো. লাভলু মিয়া বাদী হয়ে বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সদর থানায় মামলাটি দায়ের করেন। পলাতক নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে, গত সোমবার (২৫ ডিসেম্বর) সকালে আসামি পলায়নের ঘটনা ঘটলেও বিষয়টি গোপন রেখে উল্টো বিষয়টি অস্বীকার করে আসছিল কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিষয়টি ফাঁস হয়ে যায়।

পলাতক আসামি নাজমুলের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পূর্ব শিমুল তাইড় গ্রামে।

মামলায় উল্লেখ করা হয়, একটি চুরির মামলায় গত রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে আদালত থেকে গাইবান্ধা কারাগারে নিয়ে আসা হয় বন্দি নাজমুল হোসেনকে। পরদিন সোমবার সকালে বন্দিশালা খুলে দিলে আসামি নাজমুল সুযোগ বুঝে কারাগারের প্রাচীর টপকে সটকে পড়েন। ওইদিন বিকেলে বিষয়টি কারাগার কর্তৃপক্ষের নজরে এলে তারা খুঁজতে থাকে। অবশেষে খুঁজে না পেয়ে জেলার থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।