ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটি-মিজোরাম সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
রাঙামাটি-মিজোরাম সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

রাঙামাটি: রাঙামাটি-মিজোরাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাঙামাটির বরকল উপজেলার ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) ত্রিপুরাঘাট বিওপির বিপরীতে শিলকর-১ বিএসএফ বিওপির কাছে ভারতের অভ্যন্তরে এ বৈঠক হয়।

বৈঠকে অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অবৈধ মালামাল চোরাচালান রোধ এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়।  

এছাড়া বৈঠকে সীমান্তে সার্বক্ষণিক স্বাভাবিক পরিস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিজিবি-বিএসএফ একমত পোষণ করে।

সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ আইজল সেক্টরের ডিআইজি শ্রী কল্যাণ কান্তি মজুমদার।

এছাড়া বাংলাদেশের পক্ষে চারজন অধিনায়ক ও তিনজন স্টাফ অফিসারসহ মোট সাতজন এবং বিএসএফের পক্ষে তিনজন কমান্ড্যান্ট ও দুজন স্টাফ অফিসারসহ মোট পাঁচজন বৈঠকে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।