ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ লুট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৪
কাশিয়ানীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ লুট 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১১ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের লুলু সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।


 
ভূক্তভোগী লুলু সিকদার ডাকাতির বিষয়ে সাংবাদিকদের বলেন, গভীর রাতে তাদের দোতলা ভবনের নিচ তলার কলাপসিবল গেটের তালা ভেঙে মুখোশধারী পাঁচ ডাকাত ঘরে ঢুকে সিসিটিভি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর তারা পরিবারের চার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রথমে তাদের হাত, মুখ ও পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা ঘরে থাকা নগদ প্রায় সাড়ে ১১ লাখ টাকা, ১৩ ভরি সোনার গহনা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।  

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা,  জানুয়ারি ২৮, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।