ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
হরিণাকুণ্ডুতে পাখি ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুণ্ডু পৌর এলাকার দিকনগর গ্রামে ব্যাটারিচালিত পাখি ভ্যানের ধাক্কায় রিফাত হোসেন (৪) বছরের এক শিশু মৃত্যুর হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

 

রিফাত একই গ্রামের লালটু হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, ব্যাটারিচালিত (পাখিভ্যান) বাড়িতে রাখা ছিল। সেসময় বাচ্চাটি ভ্যানের পাশে গিয়ে খেলা করছিল। হঠাৎ করে ভ্যানটি চলতে শুরু করলে ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় রিফাতের।  

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমানর এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।