ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে শ্রমিক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার পড়ে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনী পাড়া রেলওয়ে কলোনি সংলগ্ন বিজয় সরণিতে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেন থেকে কনটেইনার ছিটকে পড়ে শামীম মিয়া (৩৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে কনটেইনারটি নেওয়ার সময় ছিটকে গিয়ে নিচে কাজ করতে থাকা শ্রমিক শামীম মিয়ার ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শামীম মিয়া নরসিংদী রায়পুরা উপজেলার সাদাঘর কান্দি গ্রামের আলী হোসেনের সন্তান।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, তেজকুনী পাড়া রেল কলোনি সংলগ্ন বিজয় সরণি ফ্লাইওভারের নিচে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৩৪৮ ও ৩৪৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে ক্রেন দিয়ে কনটেইনার অন্যত্র সরানোর সময় হঠাৎ ওই ক্রেন থেকে কনটেইনারটি ছিটকে পড়ে। এতে নিচে থাকা শ্রমিক শামীম মারা যান।

এই ঘটনায় ক্রেন অপারেটর আজহারুল ইসলামকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।