ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নয়াবাজারে ধর্ষণ-পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
নয়াবাজারে ধর্ষণ-পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. হাবিব হোসেনকে (২৩) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর কোতোয়ালি থানার নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০’র উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় র‌্যাব-১০’র একটি দল অভিযান চালায়। অভিযানে যাত্রাবাড়ী থানার  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি মো. হাবিবকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি হাবিব ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলার পর থেকে রাজধানীর কোতোয়ালিসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।