ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহবাগে সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় ডুজার নিন্দা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
শাহবাগে সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় ডুজার নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): রাজধানীর শাহবাগ মোড়ে ফুলের দোকানগুলোতে সংবাদ সংগ্রহের সময় দোকান কর্মচারীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) তিন সদস্যের ওপর হামলা ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডুজা। সেইসঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

এ ঘটনায় সম্পৃক্তদের বিচার দাবি করে নেতারা বলেন, যে বা যারাই ঘৃণ্যতম এই হামলার সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনিভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ