ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্য আটক প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মোহাম্মাদপুর, আদাবর, হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ বিভিন্ন গ্রুপের ৩৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।

আটকরা ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গ্যাং ‘পাটালি গ্রুপের’ অন্যতম হোতা মো. সুজন মিয়া ওরফে ফর্মা সজিব এবং ‘চাঁন গ্রুপ’ ও ‘লেভেল হাই’সহ বিভিন্ন গ্রুপের ৩৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মোহাম্মদপুরে র‌্যাব-২ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
পিএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ