ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভাষা শহীদদের সম্মানে একুশের আল্পনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
মাগুরায় ভাষা শহীদদের সম্মানে একুশের আল্পনা

মাগুরা: অমর একুশের আল্পনায় সেজে উঠছে মাগুরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাতে জানাতে ব্যতিক্রমী এক আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পরিবর্তনে আমরা’।

সংগঠনটির এ উদ্যোগের পৃষ্ঠপোষকতায় রয়েছে মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক চৌরাঙ্গী মোড়, কলেজ রোড, নোমানী ময়দান, ডিসি বাস ভবন রোড, শহরের কেশব মোড় সড়কসহ বিভিন্ন স্থানে এখন একুশের আল্পনায় রাঙানো হয়েছে।

পরিবর্তনে আমরা নামের স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয় বলেন, মাগুরাকে এবার সুন্দর করে সাজাতে রাঙানো হচ্ছে আল্পনার রঙে। মাগুরার সব সামজিক সাংস্কৃতিক সংগঠন মিলে এবারের এ আয়োজনটি আমরা করছি। পরিবর্তনে আমরা নামের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রথম আমরা মাগুরা শহরকে আল্পনার রঙে রাঙিয়ে তুলেছি। পাশাপাশি মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এশিয়ান পেইন্টকে কার্লাস পার্টনার হিসেবে সংযুক্ত করেছেন যার জন্য এত বড় একটি আয়োজন দৃশ্যমান করতে পেয়েছি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।