ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফসলি জমির মাটি কেটে বিক্রি: রামগঞ্জে একজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
ফসলি জমির মাটি কেটে বিক্রি: রামগঞ্জে একজনের কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির দায়ে সঞ্জয় কুমার দে (৪৩) নামে এক ব্যক্তির ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।  

কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় ওই এলাকার অরুন চন্দ্র দে এর ছেলে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল বলেন, কৃষি জমির উর্বর মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। সঞ্জয় কুমার জমির উপরি ভাগের মাটি ইটভাটায় বিক্রি করে দেন। এ অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জমিটি সঞ্জয় নিজের দাবি করলেও সেটি সরকারি জমি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।