ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি অভিযানে প্রথম র‌্যাব-৬, অস্ত্র উদ্ধারে র‌্যাব-১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
জঙ্গি অভিযানে প্রথম র‌্যাব-৬, অস্ত্র উদ্ধারে র‌্যাব-১৫

ঢাকা: ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট র‌্যাব’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে র‌্যাবের ১২০ সদস্যদের র‌্যাব ডিজি পদক তুলে দেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

 

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য তারা এ পদক পেয়েছেন।

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‌্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে এ পদক দেওয়া হয়।  

এছাড়া জানানো হয়, ২০২৩ সালে জঙ্গি অভিযানে প্রথম হয়েছে র‌্যাব-৬, দ্বিতীয় হয়েছে র‌্যাব-১ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১৪।  

এদিকে, ২০২৩ সালে অস্ত্র উদ্ধার অভিযানে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় হয়েছে র‌্যাব-১২ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-৫।  

মাদক উদ্ধারে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় র‌্যাব-৫ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১০।  

সার্বিকভাবে অভিযানে প্রথম হয়েছে র‌্যাব-১৫, দ্বিতীয় হয়েছে র‌্যাব-৫ এবং তৃতীয় হয়েছে র‌্যাব-১১।  

র‌্যাবে শৃঙ্খলা রক্ষায় প্রথম হয়েছে র‌্যাব-৯, দ্বিতীয় র‌্যাব-৫ আর তৃতীয় হয়েছে র‌্যাব-১৫।

এদিন দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‌্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র‍্যাব ডিজি এম খুরশীদ হোসেন।

বুধবার (৬ মার্চ) এলিট ফোর্স র‌্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০৪ সালে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে আত্মপ্রকাশ করে র‌্যাব। দেশে জঙ্গিবাদ নির্মূলে দারুণ প্রশংসা কুড়িয়েছে সংস্থাটি।  

২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ টানা ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) আমির শায়খ আব্দুর রহমানকে সিলেটের শাপলাবাগ থেকে গ্রেপ্তার করে র‌্যাব।  
প্রতিষ্ঠার পর এটিই ছিল র‌্যাবের সবচেয়ে আলোচিত অভিযান ও সবচেয়ে বড় সাফল্য।  

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালিয়ে জঙ্গি সংগঠন জেএমবি তাদের শক্তি জানান দেওয়ার পরপরই মাঠে নামেন র‌্যাব গোয়েন্দারা।  
এরপর গ্রেপ্তার করা হয় সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানিসহ শত শত জঙ্গিকে।

আরও পড়ুন>> র‌্যাব ডিজি পদক পেলেন ১২০ জন

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
পিএম/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।