ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলে ইফতার করার বিষয়ে যা জানাল ডিএমটিসিএল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
মেট্রোরেলে ইফতার করার বিষয়ে যা জানাল ডিএমটিসিএল ছবি: সংগৃহীত

ঢাকা: খাদ্যদ্রব্য পরিবহনের অনুমতি না থাকায় ইফতারের সময় মেট্রোরেলে থাকলে উপায় কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এর উত্তর জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছেন, আসন্ন রমজানে মেট্রোরেলের ভেতরে ইফতারের সময় হলে কেবলমাত্র পানি দিয়ে ইফতার করার জন্য অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড।  

এক্ষেত্রে ইফতারের সময় যাত্রীরা কেবল ২৫০ মিলি লিটার পানি বহন করতে পারবেন স্টেশনে।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এমএএন ছিদ্দিক বলেন, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। সেসময় তারা যেন তাদের রোজা ভাঙতে পারে সেজন্য ২৫০ মিলি লিটার পানি বহন করতে পারবেন। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলে বা সঙ্গে নিয়ে যায় এবং পানি পান করার সময় সতর্ক থাকেন যেন পানি নিচে পড়ে মেট্রোট্রেনের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয়।

আরও পড়ুন >> রমজানের শেষ ১৫ দিন বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২৪
এনবি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।